রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শিবগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ পৌর এলাকার লাগাতপাড়া এলাকার থেকে সুমি খাতুন (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুমি খাতুন পৌর এলাকার লাগাতপাড়া গ্রামের মিলন আলীর স্ত্রী ও উপজেলার ছত্রাজিতপুর গ্রামের চানু আলীর মেয়ে। শিবগঞ্জ থানার এসআই শহীদুল ইসলাম জানান, শনিবার সকাল সাতটার সময় সুমি খাতুনের শ্বশুড় বাড়ির নিজ শয়ন ঘরে ফানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় সুমির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন