শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মীরসরাইয়ে তালের আঁটি রোপণ উদ্বোধন

প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ৯:৩৬ পিএম, ১০ সেপ্টেম্বর, ২০১৭

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা: সম্প্রতি দেশে বর্জ্রপাত বৃদ্ধি ও এর প্রতিকার হিসেবে তালগাছ রোপনের বিষয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর মীরসরাই উপজেলার ‘অদম্য ফাউন্ডেশান’ নামের একটি সংগঠন গ্রামের বিভিন্ন পতিত স্থানে, রাস্তার ধারে ব্যাপক ভাবে তালগাছ রোপন ও উদ্বুদ্ধকরণের এক কর্মসূচির উদ্বোধন করে। সংগঠনকি প্রাথমিক পর্যায়ে একদিনে ৫০০ তালের আটি রোপন করে । এছাড়া উপজেলার বিভিন্ন গ্রামে উক্ত কর্মসূচি মাসব্যাপী চলমান রাখবে বলে জানায়। শনিবার ( ৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সংগঠনের সভাপতি এনামুল হক সভাপতিত্বে এবং সংগঠনের অর্থসম্পাদক মঞ্জুর আলম এর সঞ্চালনায় বাড়ীয়াখালী গ্রামে উক্ত কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মিরসরাই উপজেলার কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ । বিশেষ অতিথী হিসেবে ও বক্তব্য প্রদান করেন দৈনিক যুগান্তর প্রতিনিধি মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ। আরো বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত বিমান বাহিনী কর্মকর্তা সিরাজুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মোঃ সেলিম অদম্য ওয়েলফেয়ার ফাউন্ডেশন সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজেদ সহ প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অদম্য ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহ সাংগঠনিক সম্পাদক ইউছুফ মিয়া এলিন, অর্থ সম্পাদক শাহাদাৎ হোসেন শামীম, সমাজ কল্যাণ সম্পাদক ফিরোজ খান, ইভেন্ট ম্যানেজার মফিজ উদ্দিন মিশু, সহ ইভেন্ট ম্যানেজার আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, সদস্য আলা উদ্দিন, লিটন, জাফর, ইব্রাহিম, তানিন, মাসুম, ফরহাদ, আক্তারুামান, শিফন, জাহাঙ্গীর প্রমুখ ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন