শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ছাতকে গাছের চারা বিতরণ

| প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাদাত: ছাতকে এমপির উপস্থিতিতে কৃষকদের মধ্যে বিনামূল্যে উন্নত জাতের ফলদ গাছের চারা বিতরণে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে সপ্তাহ ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন ও চারা বিতরণে এ অনিয়মের ঘটনা ঘটে। জানা যায়, শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত¡রে ফলদ বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। মেলায় ফলদ বৃক্ষসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের ১২টি ষ্টল অংশ গ্রহন করে। এসময় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে স্থানীয় কৃষকদের মধ্যে বিনামূল্যে উন্নত জাতের ৮শ’ আম গাছের চারা ৮০জন কৃষকের মধ্যে বিতরণের কথা থাকলেও বাস্তবে ব্যাপক কারচুপির লক্ষ্য করা গেছে। প্রতি কৃষকের মধ্যে ১০টি করে চারা বিতরনের কথা থাকলেও জনপ্রতি ৬থেকে ৭টি করে চারা দেয়া হয়। কিন্তু মাষ্টাররোলে ১০টি করে বিতরন দেখিয়ে প্রত্যেক কৃষকের স্বাক্ষর নেয়া হয়। স্থানীয় এমপির উপস্থিতিতে এ অনিয়মের ঘটনায় কৃষকের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তেুাষ দেখা দিয়েছে। এব্যাপারে কৃষি অফিসার কেএম বদরুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, কৃষকের মধ্যে উন্নত জাতের ৮শ’ গাছের চারা বিতরণ করা হয়েছে। এক্ষেত্রে কোন অনিয়ম হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন