শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সাতকানিয়ায় তৃতীয় ডলু ব্রিজের ভিত্তিস্থাপন

| প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সাতকানিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ডলু নদীর উপর পশ্চিম ঢেমশা ফয়েজের ঘাট এলাকায় ঢেমশা-কাঞ্চনা সড়কে আরও একটি নতুন ডলু ব্রীজের ভিত্তি স্থাপন করা হয়েছে। প্রায় ৪৪৮ কোটি টাকা ব্যয়ে ডলু নদীর উপর ব্রীজ সাতকানিয়া রাস্তার মাথা থেকে বাঁশখালী গুনাগুড়ি দুই লাইন বিশিষ্ট সড়ক সহ সাঙ্গু ও ডলু নদীর ভাঙ্গন রোধ, সাতকানিয়া উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হবে। গত শুক্রবার চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এম.পি ডলুব্রীজ ও উপজেলা পরিষদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিগত ৪ বছর থেকে সাতকানিয়া-লোহাগাড়া বাসীর কল্যাণে কাজ করে যাচ্ছি উল্লেখ করে তিনি বলেন নির্বাচণের পূর্বে জনগণের কাছে দেয়া অধিকাংশ অঙ্গীকার ও প্রত্যাশা পূরণ করেছেন। আগামী ১ বছরে বাকী অঙ্গীকার সমূহ বাস্তবায়ন হবে। বিশেষ অতিথি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী বলেন- জাতীর জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তাবায়ন এবং অসমাপ্ত কাজ শেষ করার মাধ্যমে বিংশ শতাব্দির উপযুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় সফল করাই জননেত্রী শেখ হাসিনার একমাত্র ব্রত। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এই অগ্র যাত্রা কেউ রুখে দিতে পারবে না। উক্ত অনুষ্ঠানে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন