শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

টাঙ্গাইল সদর উপজেলায় বিএনপির ত্রাণ বিতরণ

| প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদ নগর ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। আজ রবিবার দুপুরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারকে রহমানের নির্দেশনায় এবং যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সার্বিক সহযোগিতায় উপজেলার মাকড়কোল ঈদ গা মাঠে এ ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন জেলা বিএনপি সভাপতি শামছুল আলম তোফা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, যুগ্ম সম্পাদক আবুল কাসেম, আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক অশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, প্রচার ও প্রকাশনা এবং জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একে এম মনিরুল হক, বিএনপি নেতা শহিদুর রহমান, সিরাজুল হক, মাহফুজুর রহমান, যুবদল নেতা মাহমুদ হাসান, মাসুদ তালুকদার, ফারুক ফরহাদ, জেলা ছাএদল সহ সভাপতি মনিরুজ্জামান জুয়েল, সালেহ্ মোঃ শাফি ইথেন, জাহিদ হোসেন মালা, আবেদ হাসান ইমন, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম, রফিকুল ইসলাম, সাংগঠনিক মিজানুর রহমান উজ্জল, জেলা শ্রমিক দল নেতা শফিকুল ইসলাম রইজ, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহীন তালুকদার, ১৫ নং ওর্য়াড বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক ছাএনেতা আবদুল­াহ বাসেত শাজাহানসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে তিন শতাধিক বন্যার্তদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন