শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নতুন ইউনিট উদ্বোধন

| প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানীর অধীনে নতুন করে জাতীয় গ্রীডে যোগ হয়েছে ৪৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আশুগঞ্জ কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (নর্থ) নামে আরও একটি নতুন ইউনিট। এ ইউনিট জাতীয় গ্রীডে যোগ হবে ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ। গতকাল রবিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নতুন পাওয়ার প্লান্টের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে এই বিদ্যুৎ কেন্দ্রের এই নিয়ে মোট ১১টি ইউনিটের উৎপাদন ক্ষমতা দাড়িয়েছে ১৮‘শ মেগাওয়াট। জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক সূধী সমাবেশে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডঃ জিয়াউল হক মৃধা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফজিলাতুননেছা বাপ্পী ও জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এম.এস.সি প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন