বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১, ২০ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

| প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা: ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেষপুর সরকারি প্রাঃ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষক মফিজুল ইসলামের বিরুদ্ধে। এ নিয়ে অভিভাবকের তোপের মুখে পরেন প্রধান শিক্ষক।
খোজ নিয়ে জানা গেছে, ওই স্কুলের ২১১ জন শিক্ষার্থীর অভিভাবককে ৩ মাস পর পর নিয়মিত উপবৃত্তির টাকা শিওর ক্যাসের মাধ্যমে পরিশোধ করে আসছে স্কুল কর্তৃপক্ষ। গেল ঈদের আগে সকল অভিভাবকের নিজ নিজ সিম কার্ডের একাউন্টে ৬শ করে টাকা পেলেও প্রায় ৪০ জন টাকা পাওয়নি। যারা টাকা পায়নি সেসব অভিভাবকরা একত্রিত হয়ে গত শনিবার স্কুলের প্রধাণ শিক্ষকের কাছে জানতে চাইলে তোপের মুখে পরে। পরে স্থানীয়রা স্কুলের রেজিট্রার্ড খাতা দেখতে চাইলে, সেই খাতায় প্রধাণ শিক্ষকের ছেলে পাভেল স্কুল সভাপতি স্ত্রী ও অন্যান্য স্বজনদের সিমের নম্বর তোলা আছে এমন প্রমাণ পাওয়া যায়। এবং তাদের সিমে টাকা ঢুকেছে এরও প্রমান পাওয়া যায়। এসময় অভিভাবকদের টাকা ফেরতের আশ্বাস দিলেও তা পরিশোধ করেনি প্রধাণ শিক্ষক। ওই স্কুল শিক্ষর্থীর অভিভাবক আনারুল, তৈবুর, মালেক, সফিকুলসহ অনেকে জানান, প্রায় ৪০জন ছাত্র-ছাত্রীর ৬শ করে টাকা আত্মসাত করেছে প্রধাণ শিক্ষক। আমরা গরিব শিক্ষার্থীর টাকা ফেরত চাই।
প্রধান শিক্ষক মফিজুল ইসলাম জানান, কিভাবে ভুল হয়েছে আমার জানা নেই। তবে তাদের টাকা পরিশোধ করা হবে।
এ বিষয়ে সদর উপজেলা শিক্ষা অফিসার লিয়াকত আলী সরকার জানান, আমি বিষয়টি শুনেছি যদি অনিয়ম হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট দপ্তরে ওই প্রধাণ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন