বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১, ২০ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পুলিশ কনস্টেবল হত্যা মামলা ডিবিতে

| প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া গ্রামে ছুটিতে থাকা পুলিশ কনস্টেবল রুবেল মাহমুদ সুমন হত্যার ১১ দিন পর মামলাটি গতকাল সোমবার ডিবিতে হস্তান্তর করা হয়েছে। হত্যাকান্ডের পর সন্দেহ ভাজন দুজনকে গ্রেফতার করা হলেও এ যাবত তালিকাভুক্ত কোন আসামীকে গ্রেফতার হয়নি। সোমবার মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে বলে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হক জানান।
জানা গেছে, ১ সেপ্টেম্বর সকালে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ কনস্টেবল রুবেল মাহমুদ সুমন ঈদের ছুটিতে বাড়ি আসে। ওই দিন দুপুর ২ টায় কালাপাহাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনের নেতৃত্বে প্রায় অর্ধশত সশস্ত্র সন্ত্রাসী রূপ মিয়া মেম্বারের বাড়ি ঘেরাও করে হামলা চালায়। এতে পুলিশ কনস্টেবল রুবেল গুরুতর আহত হন। পরে বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। এ ব্যাপারে আড়াইহাজর থানায় ৩২ জনের নাম উল্লেখ করে এবং ২০-২৫ জনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, মামলাটি ডিবিতে হস্তান্তরের অর্ডার হয়েছে। কিন্তু কাগজ পত্র এখনো হাতে পাইনি। কাগজ পত্র পেলে দ্রুত ব্যবস্থা নিব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন