শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

প্রতিপক্ষের হামলায় নিহত ১ আহত ২

প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় আকতার  মোল্লা (৫০) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আকতারের দুই ভাই ইকতার মোল্লা ও ইলিয়াস মোল্লা আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ফায়েক মোল্লাকে গ্রেফতার করেছে। রোববার রাত ৯টার দিকে মুকসুদপুর উপজেলার আদমপুর বাজারে এ ঘটনা ঘটে। আকতার  মোল্লার বাড়ি মুকসুদপুর উপজেলার গোপালপুর গ্রামে। মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান জানান, আকতারের ছোট ভাই ইকতার মোল্লার (৪৫) সঙ্গে তার ভায়রা একই গ্রামের বিল্লাল মোল্লার বিরোধ চলে আসছিল। এর জের ধরে রাতে আকতার, ইকতার ও তাদের আরেক ভাই ইলিয়াস মোল্লার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিল্লাল ও তার লোকজন ৩ ভাইকে মারধর করলে ঘটনাস্থলেই আকতার মারা যান। এ সময় আহত হন তার দুই ভাই। তিনি আরো জানান, লাশ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ফায়েক মোল্লা নামে বিল্লালের এক সমর্থককে গ্রেফতার  করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন