সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
সখিপুরে মাদক সেবন ও বিক্রির অভিযোগে উপজেলা যুবলীগ নেতা ও নারীসহ পাঁচজনকে কারাদ- দেয়া হয়েছে। গত রোববার রাতে পৃথক দুইটি ভ্রাম্যমাণ আদালত তাদের এ কারাদ- প্রদান করেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা নিজ কার্যালয়ে আদালত বসিয়ে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ (৩৫) ও রিনা আক্তার (৩২) ওরফে মিনা ওরফে বিনাকে ইয়াবা সেবন ও বিক্রির দায়ে এক বছর কারাদ- ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। একই দিন সন্ধ্যা ৭টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ইউএনও এস এম রফিকুল ইসলাম গাঁজা বিক্রি ও সেবনের অপরাধে সোনা মিয়াকে (৪৫) এক বছর এবং জামাল হোসেন (৩৫) এবং নুরজামালকে (৩০) ছয় মাস করে কারাদ- দিয়েছেন। গ্রেফতারকৃত পাঁচজনই সখিপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন