কাউখালী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা
পিরোজপুরের কাউখালী উপজেলার ৫নং শিয়ালকাঠী, ৪নং চিরাপাড়া-পারসাতুরিয়া ও ১নং সয়না রগুনাথপুর ইউনিয়নে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গতকাল সোমবার নির্বাচনী পথসভা করেন বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতারা। পথ সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কাউখালী উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সভাপতি এসএম আহসান কবীর, যুবদল কেন্দ্রীয় সংসদের পল্লী উন্নয়ন সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান নিকসন, শিয়ালকাঠী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মহসীন আকন, চিরাপাড়া-পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম নীরব মল্লিকসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন