শনিবার ১২ অক্টােবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১, ০৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আ.লীগ-বিএনপি

প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা

আসন্ন ইউপি নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে পড়েছে আওয়ামী লীগ ও বিএনপি। উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৫টিতেই দু’দলের বিদ্রোর্হী প্রার্থী রয়েছে। এর মধ্যে ৪টিতে আওয়ামী লীগ ও ৫টিতে বিএনপি’র বিদ্রোহী প্রার্থীরা শক্ত অবস্থানে রয়েছে। তবে দল দু’টির স্থানীয় নেতৃবৃন্দ বিদ্রোহী প্রার্থীদের ম্যানেজ করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির ৫ জন করে ১০ জন বিেেদ্রাহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে আলিনগরে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন তরিকুল ইসলাম। এখানে বিদ্রোহী প্রার্থী রয়েছেন আজকারুল ইসলাম বিপ্লব। বাঙ্গাবাড়ীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সাদিরুল ইসলাম। এখানে বিদ্রোহী প্রার্থী রয়েছেন আজাহার আলী মন্ডল। রাধানগরে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ। এখানে বিদ্রোহী প্রার্থী রয়েছেন যুবলীগ নেতা দেলোয়ার হোসেন। চৌডালায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন আনসারুল হক। এখানে বিদ্রোহী প্রার্থী রয়েছেন গোলাম কিবরিয়া হাবিব। বোয়ালিয়ায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান জিল্লুর রহমান লালু। এখানে বিদ্রোহী প্রার্থী রয়েছেন সফিকুল ইসলাম (শফিক)। অপরদিকে, রহনপুরে বিএনপি’র দলীয় মনোনয়ন পেয়েছেন গোলাম রাব্বানী রকি। বিদ্রোহী প্রার্থী হিসেবে তার বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছেন মনিরুজ্জামান সোহরাব। রাধানগরে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন মোখতারুল হক সুমন। তার বিপরীতে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান মতিউর রহমান। পার্বতীপুরে দলীয় মনোনয়ন পেয়েছেন ইয়াসিন আলী সর্দার; কিন্তু বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। আলিনগরে দলীয় মনোনয়ন পেয়েছেন ইসরাফিল হক। তবে তার বিপরীতে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাইরুল ইসলামের ছোট ভাই বর্তমান চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বিদ্যুত। এছাড়া বাঙ্গাবাড়ীতে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান শহীদুল ইসলাম। বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মনিরুল ইসলাম। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানী বিশ্বাস জানান, বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে বিরত রাখতে স্থানীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অপরদিকে, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী প্রসঙ্গে বিএনপি নেতা তারিক আহমেদ জানান, কেন্দ্র থেকে দলীয় মনোনয়ন দেয়া হলেও দলের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন