সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে ট্রাকভর্তি ফ্রিজ ও এসিতে ব্যবহৃত (এলপি) গ্যাস সিলিন্ডার ও পিকআপ ভর্তি ফেনসিডিল জব্দ করেছে। এ সময় আটক করা হয়েছে ফেনসিডিলবাহী পিকআপের চালক হাসানুজ্জামানকে। তিনি কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। জব্দকৃত ট্রাক ও পিকআপসহ মালামালের মূল্য ৪৮ লাখ ২৯ হাজার টাকা। গতকাল সোমবার ভোরে সাতক্ষীরা সীমান্তের লক্ষ্মীদাড়ী ও আলীপুর চেকপোস্ট এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে ট্রাকভর্তি গ্যাস সিলিন্ডার ভোমরা সীমান্তে আনা হচ্ছে, এমন গোপন সংবাদেরভিত্তিতে ভোমরা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের লক্ষ্মীদাড়ি এলাকায় অভিযান চালিয়ে ২০৬টি সিলিন্ডারসহ ট্রাকটি জব্দ করা হয়। এদিকে, সীমান্তের আলীপুর চেকপোস্ট এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা পিকআপ ভর্তি আমাদানি নিষিদ্ধ ৭১৮ বোতল ফেনসিডিল জব্দ করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন