বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১, ২০ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মাছ ধরা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

| প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা: ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের জলহর গ্রামে ধানের জমিতে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার গ্রামে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর হাসপাতালে ১৩ জন ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আনন্দ কে ও নিরঞ্জন রতনের মধ্যে সামাজিক বিরোধ চলে আসছিল। সোমবার বিকেলে নিরঞ্জন রতনের সমর্থক সরজিৎ বিশ্বাস ধানের জমিতে মাছ ধরতে গেলে আনন্দ কে তাকে মারধর করে। এরই জের ধরে মঙ্গলবার সকালে উভয় গ্রæপের লোকজন, হাসুয়া, দা, লাঠি, সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতরা হলো-ওই গ্রামের বিশ্বজিৎ মন্ডল, মেঘনাথ মন্ডল, পরিমল মন্ডল, কৃষ্ণ মন্ডল, সবুজ মন্ডল, শিমুল মন্ডল, গালিব বিশ্বাস, শ্রীপতি বিশ্বাস, বিশ্বজিৎ বিশ্বাস, সরজিৎ বিশ্বাসসহ ১৫ জন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন