বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১, ২০ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ছেলের নামে বাবাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের মামলা

| প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : পিরোজপুরের মঠবাড়িয়ার ধানীসাফা গ্রামে মারধর এবং বসত ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে পিতা আঃ রশিদ হাওলাদার (৫৮) বাদী হয়ে ছেলে, পুত্রবধূ, নাতীসহ ৭জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জের ধরে উপজেলার ধানীসাফা গ্রামের মজিবর রহমান তার বাবা আঃ রশিদ হাওলাদারকে সম্প্রতি মারধর করে। এঘটনায় বাবা আঃ রশিদ হাওলাদার থানায় জিডি করেন। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে আপোষ-মিমাংসার জন্য গত ৮ সেপ্টেম্বর সকালে বাড়ির সামনে সালিশ বৈঠক বসে। কিন্তু মজিবর সালিশ বৈঠক অমান্য করে সাফা বাজারে তার দোকানে চলে যায়। পরে দুপুর বেলা মজিবর সাফা বাজার থেকে বাড়িতে এসে স্ত্রী, সন্তান ও অন্যান্য আসামীদের নিয়ে বাবাকে গালাগালির এক পর্যায়ে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এসময় মজিবর বাবার বসত ঘরের দরজা, জানালা ভাংচুর করে। পরবর্তীতে আসামীরা আঃ রশিদের অপর ছেলে মোশারেফের ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তার স্ত্রীকে মারধর করে নগদ ৮০ হাজার টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই নূর আমিন জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন