শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সান্তাহারে সংঘর্ষের ঘটনায় আরো ১ মামলা : হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার সান্তাহারে দুই পরিবহন শ্রমিক সংগঠনের সংঘর্ষের ঘটনায় আরো একটি হত্যা মামলা দায়ের করা হয়। গত বৃহস্পতিবার রাতে ২৮ জনকে এজাহারভুক্তসহ ১শ’ জনকে অজ্ঞাত করে এ মামলা দায়ের করেন নিহত সিএনজি চালক সোহাগের পিতা নওগা সদর উপজেলার দোগাছি গ্রামের আব্দুল খালেক। এছারাও উক্ত ঘটনায় নিহত যুবলীগ নেতা শফিকুলের বড় ভাই সিএনজি মালিক সমিতির সভাপতি নুর ইসলাম বাদী হয়ে গত ১০ জানুয়ারি ২৩ জনকে এজাহারভুক্ত ও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করে আদমদীঘি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে পৃথক পৃথক দুটি মামলা দায়ের হয়। উল্লেখ্য, গত ৮ জানুয়ারি শহরের বিপি স্কুল এলাকায় পূর্ববিবাদের জেরে এই দুই শ্রমিক সংগঠনের সংঘর্ষে ২ জন নিহতসহ আহত হয় ১০ জন। এদিকে যুবলীগ শফিকুল ও সিএনজি চালক সোহাগের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে গতকাল শনিবার বেলা ১১টায় আদমদীঘি উপজেলা যুবলীগের উদ্যোগে শহরের রেলগেটে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, আঃলীগ নেতা গোলাম মোরর্শেদ, আবু রেজা খান, সাজেদুল ইসলাম চম্পা, শ্রমিক লীগ নেতা রাসেদুল ইসলাম রাজা, যুবলীগ নেতা শাহিনুর ইসলাম মন্টি, জিল্লুর রহমান, ছাত্রলীগ নেতা সুমন, সোহাগ, রিগান আওয়ামী লীগ ও অংঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ এলাকার শত শত মানুষ এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন