শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দুইশ’ লিটার চোলাই মদসহ আটক ২

| প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারায় দুইশ’ লিটার চোলাই মদসহ দু’জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকাল আড়াইটার সময় উপজেলা সদরের সর্দ্দার পাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃত নিলু সর্দ্দার (৪৮) স্থানীয় বিজয় সর্দ্দারের স্ত্রী ও কামাল উদ্দিন (৪৬) উপজেলার পূর্ব বারখাইনের আবদুচ ছোবহানের পুত্র বলে জানা গেছে।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের সর্দ্দার পাড়ার নিলু সর্দ্দারের বসতঘরে অভিযান চালিয়ে দুইশ’ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মদ ব্যবসায়ী রানা সর্দ্দার পালিয়ে গেলেও তার মা নিলু সর্দ্দার ও মদ ব্যবসায়ী কামাল উদ্দিনকে আটক করা হয়। এ অভিযানে আনোয়ারা থানার এসআই জালাল উদ্দিন ও এএসআই রেজাউল করিম নেতৃত্ব দেন।
এ ব্যাপারে আনোয়ারা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন