রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

| প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করে পরিবেশ দূষনের অভিযোগে ভ্রাম্যমান আদালত চারজনকে জরিমানা করেছে। রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজার ভ্রাম্যমান আদালত এ জরিমানা আদায় করেন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার এস.আই আশরাফুল্লাহ রোববার ভোরে তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী এলাকায় অবৈধ ভাবে পুরাতন ব্যাটারী পুড়িয়ে সীসা গলানোর অপরাধে চারজনকে আটক করে। আটককৃতরা হলো- গাইবান্ধা জেলার গোবিন্দপুর উপজেলার বোচাদহ গ্রামের আবুল কাশেমের পুত্র পলাশ (২৭), আব্দুল বাকীর পুত্র আমিরুল ইসলাম (৩০), হাবিবুর রহমানের পুত্র তালেব মিয়া (৩০) ও একই জেলার সাঘাটা উপজেলার কিংকরপুর গ্রামের রুস্তমের পুত্র তাজুল ইসলাম (৪০)। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজার গঠিত ভ্রাম্যমান আদালত আটককৃত প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন