রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ওঁরাও সম্প্রদায়ের কারাম উৎসব

| প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : প্রতি বছরের মত এবারও ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ওঁরাও সম্প্রদায়ের কারাম পূঁজা ও সামাজিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছর বিশ^পঞ্জিকা হিসেবে ভাদ্র মাসের শেষ দিনে রোববার রাত ৯টায় জাতীয় আদিবাসি পরিষদ ও কারাম পূঁজা কমিটির উদ্যোগে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের পাঁচপীরডাঙ্গায় ওঁরাও পল্লীতে ২দিন ব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।
জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী প্রধান অতিথি হিসেবে এ উৎসবের উদ্বোধন করেন। এসময় ওঁরাও সম্প্রদায়ের নারী-পুরুষ ঢাক ঢোল কাঁশি ঝাঁঝড়ের তালে ঐতিহ্যবাহী নিজস্ব সঙ্গীতে আকাশ-বাতাস মাতিয়ে তোলেন। সঙ্গে যোগ দেয় শিশু-কিশোররাও। উপজাতিদের চিরন্তন নিজস্ব উপাসনার এই বিশেষ সাংস্কৃতিক উৎসব চলে পুরো রাত ব্যাপী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, আদিবাসী পরিষদের উপদেষ্টা এ্যাডভোকেট ইমরান চৌধুরী, সালন্দর ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম মুকুলসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন