সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বাংলাদেশের উন্নয়নে প্রতিবন্ধী শ্রমিকদের অবদান আছে : ব্রিটিশ এমপি

| প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার : প্রতিবন্ধী শ্রমিকরা প্রশিক্ষণ নিয়ে দক্ষতা ও যোগ্যতা কাজে লাগিয়ে বাংলাদেশের উন্নয়নে অবদান রাখছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বংশদ্ভূত বৃটিশ এমপি রুশনারা আলী।
মঙ্গলবার সকালে পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)’র আশুলিয়ার গণকবাড়ি শাখায় প্রতিবন্ধী মানুষের জন্য মার্কস এন্ড স্টার্ট প্রোজেক্টের ট্রেনিং সেন্টার পরিদর্শনকালে এসব কথা বলেন।
এ প্রশিক্ষন সের্ন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকদের সাফল্য ও অভিজ্ঞতার কথা শুনেন। মার্কস এন্ড স্টার্ট প্রোজেক্টের কাট্রি ডিরেক্টর শপ্না ভৌমিকের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত বৃটিশ রাষ্ট্রদূত এলিসন বেøক।
এর আগে বৃটিশ এমপি ও রাষ্ট্রদূত সিআরপির গণকবাড়ী শাখায় পৌছলে তাকে স্বাগত জানান, সিআরপির নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম।
শরণার্থী শিবিরে ক্যাম্প পরিচালনার জন্য সিআরপির প্রশংসা করে; বাংলাদেশের উন্নয়নে প্রতিবন্ধীদের মেধা কাজে লাগিয়ে দক্ষ জনবল হিসেবে তৈরি করার জন্য সাধুবাদ জানান রুশনারা আলী।
ব্রিটিশ হাইকমিশনার এলিসন বেøক বলেন, আমি ইতিপূর্বে সিআরপি পরিদর্শন করেছি, তাদের কার্যক্রম দেখে অনেক খুশি এবং আমাদের যুক্তরাজ্যের একটি সংস্থা থেকে সিআরপিকে সহয়তা করা হচ্ছে।
পরিদর্শন শেষে ব্রিটিশ এমপি ও হাইকমিশনার সিআরপিতে দুটি পাহাড়ি কাঞ্চন ফুলের গাছের চারা রোপন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন