বিনোদন রিপোর্ট: সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন চলচ্চিত্রের মুভি লর্ড খ্যাত ডিপজল এখন বেশ সুস্থ্য আছেন। গতকাল তার ঘনিষ্টজন জাকির হোসেন জানান, তিনি ধীরে ধীরে সুস্থ্য হয়ে উঠছেন। দুপুরে নিজ থেকে খাওয়া-দাওয়া করেছেন এবং স্বাবলীলভাবে কথা বলছেন। চিকিৎসকরা বলেছেন, তিনি এখন শঙ্কামুক্ত। আর কয়েক দিন হাসপাতালে পর্যবেক্ষণে থেকে তিনি দেশে ফিরতে পারবেন। উল্লেখ্য, গত মঙ্গলবার ডিপজল হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ফুসফুসে পানি জমা ধরা পড়ে। হার্ট অ্যাটাকের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়। চিকিৎসকরা চিকিৎসা দিয়ে তাকে অনেকটা সুস্থ্য করে তোলেন। তারপর ডিপজল নিজ থেকেই সিঙ্গাপুরে চিকিৎসা ও চেক আপ করার জন্য যান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন