মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মির্জাপুরে রোহিঙ্গা যুবক ক্যাম্পে ফেরানোর প্রক্রিয়া

| প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে ললিত নামে এক রোহিঙ্গা যুবকের সন্ধান পাওয়া গেছে। তার বাবার নাম তেরিন। তার মাথায় এবং হাতে কিছু আঘাতের চিহ্ন রয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে মির্জাপুর, ধামরাই, নাগরপুর থানার সীমান্ত ঘেরা বারিন্দা বাজারে স্থানীয়রা ওই যুবকের সন্ধান পায়। কাছাকাছি হওয়ায় স্থানীয়রা ওই যুবককে রাত ৯টার দিকে মির্জাপুর থানায় হস্তাান্তর করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার আনাইতারা ইউনিয়নের চরবিলসা গ্রামের রাজিব, আবু সাইদ, পিয়াসসহ কয়েকজন বারিন্দা বাজারে বসে গল্প করছিল। হঠাৎ কয়েকজন লোক এসে বলে বাজারে একজন রোহিঙ্গা এসেছে। সাথে সাথে তারা গিয়ে অসুস্থ এক রোহিঙ্গা যুবককে পায়। ওই যুবকের সাথে থাকা আরও দুইজন পালিয়ে গেছে বলেও তারা জানতে পারে। পরে রাত ৯টার দিকে রোহিঙ্গা ওই যুবককে মির্জাপুর থানায় হস্তান্তর করে তারা।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, রোহিঙ্গা যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে মির্জাপুর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন