সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা
রাজশাহীর কলেজছাত্রী মুন (২২) মোবাইল প্রেমের ফাঁদে পড়ে প্রতারিত হয়ে নীলফামারীর সৈয়দপুরে পৌঁছেন। মুন সাভার উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল শাখার প্রকৌশলী সামসুল ইসলামের কন্যা। নানা বাড়ি রাজশাহীতে থেকে একটি কলেজে এইচএসসি ২য় বর্ষে লেখাপড়া করতো। প্রায় ২ বছর ধরে মোবাইল ফোনে সম্পর্ক গড়ে ওঠে শাওন নামে এক যুবকের সাথে। শাওনের সাথে পালিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সোমবার রাতে বাড়ি থেকে পালিয়ে রাজশাহী স্টেশনে আসেন মুন বাড়ি থেকে। এসময় স্টেশনে পরিচয় ঘটে সৈয়দপুরের বাঁশবাড়ি এলাকার সাজ্জাদ তৌহিদীর পুত্র সানি ও কোবানের সাথে। তারা ভুলিয়ে-ভালিয়ে কলেজছাত্রীকে সৈয়দপুরের বাঁশবাড়ি এলাকার একটি বাসায় তোলে। খবর পেয়ে পৌরসভার কাউন্সিলর আবিদ হোসেন লাড্ডান ও নারী কাউন্সিলর জোস্না তাকে কলেজছাত্রীকে উদ্ধার করে থানায় জানান। পরে থানার পরামর্শে তাকে নারী কাউন্সিলরের জিম্মায় দেয়া হয়। পরবর্তীতে তার বাবা-মার কাছে গতকাল মঙ্গলবার বেলা ১১টার সময় তাকেফিরিয়ে দেয়া হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন