শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা
আচারণবিধি লঙ্ঘন করে দেশীয় অস্ত্রশস্ত্রের মহড়া, কর্মীদের মারধর ও নির্বাচনী প্রচারে বাধা প্রদানের অভিযোগ এনে আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে সোমবার রাতে মঠবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ৭ নং বেতমোর রাজপাড়া ইউনিয়নের ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এস এম ফেরদৌস রুম্মান। লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১০ দিন যাবৎ নৌকা প্রতীকের প্রার্থী দেলোয়ার হোসেন আকন নির্বাচনী আচারণবিধি ভঙ্গ করে তার পুত্র বাচ্চু, ভাই জামাল, ভাগ্নে রিপন, ভাতিজা আরিফুজ্জামান জনি, শান্ত ও বহিরাগত কিছুসংখ্যক সন্ত্রাসী দিয়ে তার ধানের শীষ প্রতীকের কর্মীদের মারধর ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে বিভিন্ন রকম ভয়ভীতির হুমকি প্রদর্শন করে আসছে। এ ছাড়া তার কর্মীদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দেয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেতমোর রাজপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আ: হক মোক্তার, ধানের শীষ প্রতীকের কর্মী মো: মাসুদ মিয়া ও এ কে এম জুবায়েদ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন