শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে জেল-জরিমানা

প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা
প্রথম দফা ইউপি নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লংঘনের দায়ে মাদারীপুরের শিবচরে এক বিএনপি চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা ও ভোটারদের মঝ্যে টাকা দেয়ার অভিযোগে এক মেম্বার সমর্থককে ৯ দিনের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও শিবচর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান আহমেদ জানান, সোমবার রাতে দত্তপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মোতালেব বেপারীর সমর্থক সুধাংশ বৈদ্য ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণ করছিল। এসময় তাকে আটক করা হয়। নির্বাচনী আচরণবিধি লক্সক্ষন করে নগদ টাকা বিতরণের অপরাধে গ্রেফতারকৃত সুধাংশ বৈদ্যকে ৯দিনের কারাদন্ড দিয়েছেন ভ্র্যাম্যমান আদালত। অপরদিকে একইদিন দুপুরে আচরণবিধি লংঘন করে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রাথী মোঃ সাখাওয়াত হোসেন মোল্লার সমর্থকরা মাইকে নির্বাচনী প্রচারণা করছিল। নির্ধারিত সময়ের আগে প্রচারনা শুরু করায় ওই বিএনপি প্রার্থীকে নগদ ১০হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন