বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রোহিঙ্গা নিধন বন্ধের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন

| প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা : মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম নিধন বন্ধ ও সা¤প্রদায়িক স¤প্রীতি বজায় রাখার দাবিতে গতকাল মঙ্গলবার নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আইইডি’র সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
পৌরসভার মোড়ে গতকাল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই মানববন্ধনে জনউদ্যোগের সদস্য ছাড়াও নানা শ্রেণী পেশার লোকজন স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন করেন। মানববন্ধন চলাকালে অবিলম্বে মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক রাখাইনে রোহিঙ্গা নিধন বন্ধ ও সা¤প্রদায়িক স¤প্রীতি বজায় রাখার দাবি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, নেত্রকোনা রাষ্ট্র বিজ্ঞান সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ননী গোপাল সরকার জনউদ্যোগের আহবায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম এ্যানি, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, প্রকৃতি বাচাও আন্দোলনের সভাপতি তানভীর জাহান চৌধুরী নেত্রকোনা অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আলপনা বেগম, সাংবাদিক পল্লব চক্রবর্তী ও নারী প্রগতি সংঘের উন্নয়ন কর্মী তিন্না রেমা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন