বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সোনা মসজিদ বন্দর ৬ দিন বন্ধ ঘোষণা

| প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : পবিত্র মহররম ও হিন্দু ধর্মালম্বিদের শারদীয়া দূর্গাপূজা, মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ৬ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সোনামসজিদ স্থলবন্দর এবং মহদিপুর স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন ও সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের যৌথ আলোচনার মাধ্যমে বন্দরে কার্যকম বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করে। তবে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত কার্যক্রম চালু থাকবে। এছাড়া সোনামসজিদ স্থলবন্দরে পানামা ইয়ার্ডের ভিতরে আমদানীকৃত পণ্যলোড আনলোডের কার্যক্রম অব্যহত থাকবে। আগামী ৩ অক্টোবর থেকে আবারো আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত হিন্দু স¤প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপূজার জন্য ৫ দিন বন্দর দিয়ে সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়াও ১ অক্টোবর পবিত্র মহররম ও ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন হিসাবে সরকারি ছুটি থাকবে বলে সোনামসজিদ আমদানী-রপ্তানী কারক গ্রæপের সাধারণ সম্পাদক রফিকুর রহমান বাবু, সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের ইসমাইল হোসেন ও ভারতীয় মহদিপুর স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি নিখিল চন্দ্র ঘোষ এবং সিএন্ডএফ এজেন্ট ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী ভূপতি মন্ডলের স্বাক্ষরিত চিঠি থেকে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন