বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পাচারকালে ২ শিশু উদ্ধার হাসপাতালে ভর্তি করল পুলিশ

| প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

হিলি বন্দর সংবাদদাতা : হিলি সীমান্ত দিয়ে পাচারের উদ্ধেশ্যে আনা দুই শিশুকে উদ্ধার করেছে স্থানিয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাদের অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করে।
স্থানিয়রা ও পুলিশ জানায়, পাচারকারীরা একটি সাদা মাইক্রোবাস ঢাকা থেকে সীমান্তের হিলি চেকপোস্ট জিরো পয়েন্টের কাছে গত সোমবার দিবাগত রাত ১০ টায় আসে। ওই মাইক্রোবাস থেকে কৌশলে দুই শিশু পাশের মসজিদে দৌড়ে আশ্রয় নেয় এবং এ সময় তারা জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের সেখান থেকে উদ্ধার করে এবং হিলি-হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাকিমপুর থানার এস, আই আনিসুর রহমান আনিস জানায়, ওই শিশু দু’জন ঢাকা ওয়ারীর ফজলে রাব্বি ও নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জের আসলাম। তাদের বয়স ১১/১২ বছরের মধ্যে। সাদা মাইক্রোবাসটি আটকের জন্য পুলিশ চেষ্টা করছেন বলেও জানান। তারা চলতি মাসের ১৬ তারিখে ঢাকা থেকে হারিয়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন