কেরানীগঞ্জ (ঢাক) উপজেলা সংবাদদাতা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি সবসময় সংখ্যালঘুদের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। সংখ্যালঘুদের যে কোনো বিপদ-আপদে সবার আগে বিএনপি এগিয়ে এসে তাদের পাশে দাঁড়ায়। তিনি গতকাল সকালে কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নে শারদীয় দুর্গাপুঁজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের অসহায় ও দুস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি ও টাকা প্রদানকালে এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির আহŸায়ক হাজী নাজিম উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আগানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আরশাদ রহমান সফু, সাধারণ সম্পাদক হাজী আসাদ খান, সাংগঠনিক সম্পাদক হাজী বাহার, থানা যুবদল নেতা রিয়াজুল ইসলাম পলাশ ও শুভাঢ্যা ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সালাম প্রমুখ। আগানগর ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাঝে দেড়হাজার শাড়ি, লুঙ্গি ও লক্ষাধিক টাকা বিতরণ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন