বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

উজিরপুর যৌতুকের জন্য স্ত্রী হত্যা চেষ্টা : মামলা দায়ের

| প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

উজিরপুর (বরিশাল) থেকে সৈয়দ নাজমুল ইসলাম : উজিরপুর উপজেলার মুন্সিরতাল্লুক গ্রামের ভ্যানচালক মোঃ দেলোয়ার মল্লীকের মেয়ে নাসিমা বেগমের সাথে তারাসিরা গ্রামের দেলোয়ার হাওলাদারের পুত্র মোঃ জুলহাসের ২ বছর পুর্বে বিয়ে হয়। মামলার এজাহারের ভাষ্য মতে, বিয়ের পর থেকেই স্ত্রীর কাছে স্বামী ও তার পরিবার ২ লাখ টাকা দাবি করে আসছে। ভ্যানচালক দেলোয়ার হোসেন মেয়ের সুখের কথা ভেবে সহায়-সম্ভল বিক্রি করে ১ লাখ টাকা ইতোমধ্যে প্রদান করে। এক বছর না ঘুতেই স্বামী ও তার পরিবার পুনরায় ১ লাখ টাকা দাবি করে, টাকা না দেয়ায় স্ত্রী ওপর একের পর এক নির্যাতন চালাতে থাকে, এক পর্যায় গত ২০ সেপ্টেম্বর স্ত্রী নাসিমাকে স্বামী জুলহাস ও তার পরিবার বর্বরচিত নির্যাতনের পর ওড়না গলায় পেচিয়ে ঝুলিয়ে মারার চেষ্টা চালালে পাশের লোক জনের টের পেলে ছেড়ে দেয়। নাসিমা এখন উজিরপুর হাসপাতালের ১২ নং বেডে চিকিৎসাধীন। হত্যা চেষ্টা বিষয় মামলা করা হয়। এ বিষয় উজিরপুর ওসি মোঃ গোলাম সরওয়ার বলেন আসামীদের গ্রেপ্তারের জন্য কয়েক বার অভিযান চালানো হয়, বর্তমানে আসামীরা পলাতোক রয়েছে তবে গ্রেপ্তারের জন্য আমাদের চেষ্টা চলছে।
মামলার বাদী মোসাঃ নাসিমা ইনকিলাবকে বলেন, আমরা ৫ ভাই-বোন, বাবা একজন সামান্য ভ্যানচালক। আমার বিয়ের পর থেকেই টাকার জন্য আমার উপর নির্যাতন চালাতে থাকে। গত ২০ সেপ্টেম্বর আমাকে মারার জন্য গলায় ওড়না পেচায়, আমার ডাক-চিৎকার শুনে পাশের লোক জন টের পেলে ছেড়ে দেয়। এ বিষয় নাসিমা প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষে সুদৃষ্টি কামনা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন