বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ছাতকে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত

| প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতকে তুচ্ছ ঘটনার জের ধরে দুই গ্রামের গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টায় পৌরসভার ভাজনামহল ও লেবারপাড়া গ্রামবাসীর মধ্যে এ ঘটনা ঘটে।
জানা যায়, সিলেট পাল্প অ্যান্ড পেপার মিল হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র রাশেদ ও ইমনের মধ্যে হাতাহাতির জের ধরে রাতে দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধে। দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে আলমগীর-১ (২২), ফয়সল (৪০), সৌরভ (১৫) হাসান (২২), রুবাইয়াত (১৮), কয়েছ (৩৫), তুহিন (২০), সেলিম (২৫), রিপন (২৭), জসিম (২২), শরিফ (২২), পাভেল (৩২) আলমগীর-২ (২৪) সহ অর্ধশতাধিক লোক আহত হয়। এদের মধ্যে গুরুর আহত আলমগীর-১, কয়েস, তুহিন ও জসিমকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কালারুকা ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল হক, পৌর কাউন্সিলর ধন মিয়া, আছাব মিয়া, সাবেক কাউন্সিলর ইরাজ মিয়া, বিএনপি নেতা খায়রুদ্দিন বিষয়টি আপোষে নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন