বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মির্জাপুরে দুই বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

| প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে একদিনে দুই বাল্যবিয়ে বন্ধ করলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।
গতকাল উপজেলার গোড়াই ইউনিয়নের উত্তর নাজিরপাড়া ও পথহারা গ্রামে গিয়ে তিনি এ বাল্যবিবাহ বন্ধ করেন।
জানা গেছে, দুপুরের দিকে গোড়াই ইউনিয়নের উত্তর নাজিরপাড়া গ্রামের লেবু মিয়ার দশম শ্রেণিতে পড়–য়া মেয়ে মুক্তার বিয়ের আয়োজনের খবর পান ইউএনও ইসরাত সাদমীন। খবর পেয়ে তিনি বিয়ে বাড়িতে গিয়ে হাজির হন। এ সময় তিনি মুক্তার মা, বাবা ও দাদাকে ডেকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে সচেতনামূলক আলোচনা করেন। পরে তারা মেয়ের বাল্যবিয়ে বন্ধ করে মেয়েকে পড়ালেখা করাতে সম্মতি হন।
অপরদিকে বিকেলে একই ইউনিয়নের পথহারা গ্রামের খলিল মিয়ার সপ্তম শ্রেণি পড়–য়া মেয়ে সুলতানার বিয়ের আয়োজনের খবর পেয়ে সেখানে গিয়ে অভিভাবকদের ডেকে তাদের সঙ্গে কথা বলেন। পরে তারাও মেয়েকে বাল্যবিয়ে না দেয়ার কথা জানান ইউএনও ইসরাত সাদমীনকে।
এ ব্যাপারে ইউএনও ইসরাত সাদমীন বলেন, বাল্যবিয়ে আমাদের দেশের জন্য একটি অভিশাপ। সচেতনার মাধ্যমে বাল্যবিবাহের অভিশাপ থেকে জাতিকে মুক্ত করতে হবে। আর সেচেষ্টায় তিনি চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন