শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সড়ক নির্মাণে শুভঙ্করের ফাঁকি

প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়ার নৈয়ারবাড়ীতে নি¤œমানের সামগ্রী দিয়ে চলছে রাস্তা নির্মাণের কাজ। একদিকে কাজ করছে, অন্যদিকে ভেঙে পড়ছে। সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার নৈয়ারবাড়ী বাজার হতে গুনাই বাড়ি ব্রিজ পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তায় এইচএসবি করণের কাজ করছে মাদারীপুরের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মাতুব্বর ট্রেডার্স। তাদের ৯ ফুট রাস্তা করার কথা থাকলেও তারা ৭/৮ ফুট করে নি¤œমানের ভাঙাচুরা ইট ৩/৪ ইঞ্চি করে ফাঁকা রেখে বালু দিয়ে ঢেকে দিচ্ছে ফলে একদিকে ইট বসাচ্ছে অন্য দিক দিয়ে ভেঙে খালের মধ্যে পড়ছে। স্থানীয়রা জানিয়েছেন, এ যেন দ্বায় সারা কাজ দেখার কেউ নেই। ২ নম্বর মালামাল দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে। এ ব্যপারে মেসার্স মাতুব্বর ট্রেডার্সের স্বত্বাধিকারী বালি মিয়ার বক্তব্য পেতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কিছু মালতো খারাপ থাকতে পারে, সাইডে লোক আছে তার সাথে কথা বলেন। সাইডে গিয়ে কথা হয় তার ভাগিনা সাগর হাওলাদারের সাথে তিনি জানান, এক ট্রলারে ৮ হাজার নি¤œমানের ইট ভুলে এসেছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচী বলেন, নি¤œমানের মালামাল দিয়ে কাজ করার খবর পেয়ে আমি দুইবার গিয়েছি এবং তাদের ঠিক করে দিতে বলা হয়েছে না হলে আমি তাদের বিল দেব না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন