সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

গির্জার ফাদারকে অপহরণের অভিযোগ টঙ্গীতে ছাত্রলীগ নেতা গ্রেফতার

| প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

টঙ্গী সংবাদদাতা : রাজধানীর কাকরাইলের গির্জার ফাদারকে অপহরণের অভিযোগে সামস কবির সৌরভকে (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে টঙ্গীর স্থানীয় পাগাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সৌরভের পিতার নাম গোলাম কবির। সৌরভ টঙ্গী সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার ওই ছাত্রলীগ নেতা সামস কবির সৌরভকে জেল হাজতে পাঠানো হয়েছে। টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ তালুকদার জানান, ঢাকার কাকরাইলের একটি গির্জার ফাদার শিশির গ্যাগারিওর বোন টঙ্গীর পাগাড় এলাকার একটি গির্জায় থাকেন। অপহরণকারীরা কৌশলে তার বোনের মোবাইল নম্বরটি তাদের একজনের মোবাইল নম্বরে কল ডাইভার্ড করে রাখেন। পরে সোমবার বিকেলে অপহরণকারীরা ফাদার শিশিরকে ফোন করে জানান, তার বোন গুরুতর অসুস্থাবস্থায় পড়ে আছেন। বোনকে দেখতে দ্রæত পাগাড় এলাকায় তাকে আসতে বলেন। পরে শিশির মোটরসাইকেলযোগে সন্ধ্যায় পাগাড় এলাকায় ছুটে আসেন। এ সময় অপহরণকারীরা তাকে জোরপূর্বক ধরে ওই এলাকার একটি বাসায় আটকে রাখে। পরে তার সাথে থাকা টাকা, মোবাইল ফোন ও মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় শিশির তাদের বাধা দিলে তাকে মারধর করে। পরে তার মোবাইল থেকে স্বজনদের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এক পর্যায়ে শিশিরের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে সৌরভকে আটক এবং ফাদার শিশির ও তার মোটরসাইকেলটি উদ্ধার করে। শিশিরকে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। রাতেই ফাদার শিশির বাদী হয়ে সৌরভসহ চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো চার-পাঁচজনকে আসামি করে টঙ্গী থানায় একটি মামলা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন