সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৭৩ জনকে আটক করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা ৩৩ জন, কলারোয়া থানা ৮ জন, তালা থানা ৫ জন, কালিগঞ্জ থানা ৬ জন, শ্যামনগর থানা ৮ জন, আশাশুনি থানা ৪ জন, দেবহাটা থানা ৫ জন ও পাটকেলঘাটা থানা পুলিশ ৪ জনকে আটক করে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
নড়াইলে তিন জেলেকে জরিমানা
নড়াইল জেলা সংবাদদাতা : নড়াইলের কুমারডাঙ্গা এলাকায় মধুমতি নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে তিন জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীন এ জরিমানা করেন। এ সময় জেলেদের কাছ থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়। এছাড়া জব্দকৃত চার কেজি ইলিশ মাছ একটি এতিমখানায় দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন-লোহাগড়ার কুমারডাঙ্গা গ্রামের মিরাজ হোসেন (৩৬) এবং ডিগ্রিরচর গ্রামের শাহাদত (৩৭) ও গেদু মিয়া (৩৯)।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন