শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চাটমোহরে অন্ধকার ঘুচে আলো জ্বললো ১৪৪ পরিবারে

| প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

চাটমোহর (পাবনা) থেকে আফতাব হোসেন

অবশেষে অন্ধকার ঘুচে আলো জ্বলে উঠল পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ১৪৪টি পরিবারে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ সব পরিবারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়। ৩৫ লাখ টাকা ব্যয়ে ১১৪টি পরিবারে এই বিদ্যুৎ সংযোগ দেয়া হলো। এ দিন সকাল সাড়ে ১০টায় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত শুভ বিদ্যুতায়ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভ বিদ্যুতায়নের উদ্বোধন করেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও কৃষি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. মকবুল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মকবুল হোসেন এমপি বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। সবকিছুতে দেশ এগিয়ে যাচ্ছে। অন্ন, বস্ত্র, বাসস্থান থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ সবক্ষেত্রে সরকারের উন্নয়নের ছোঁয়া লেগেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ হলো প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছানো। সে লক্ষ্যে এই গ্রামে আজ বিদ্যুৎ সংযোগ দেয়া হলো। আর এই বিদ্যুৎ দিতে মাথাপিছু সরকারের খরচ ২৪ হাজার টাকা। আর গ্রাহককে মিটার কেনা বাবদ জামানত দিতে হয় মাত্র ৬৫০ টাকা। মকবুল হোসেন বলেন, গত ৯ বছরে যে উন্নয়ন হয়েছে এবং আগামী ১৭ মাসে যে উন্নয়ন হবে তার হিসাব সাধারণ মানুষকে করতে হবে। উন্নয়ন পেতে নৌকায় ভোট দেয়ার কোনো বিকল্প নেই। মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার শাহ জুলফিকার হায়দার পিইঞ্জ, চাটমোহর থানার ওসি এস এম আহসান হাবীব। বক্তব্য রাখেন, সমিতির এজিএম (এমএস) রঞ্জন সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বজলুল করিম খাকছার, জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন