বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ইউপি নির্বাচনে সহিংসতা দৌলতপুরে আ.লীগ-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ আহত ৫

প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা

কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আ.লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়য়ের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের ভবনন্দদিয়াড় বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে। জানা যায়, নৌকা সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আহমেদ তার লোকজনকে সাথে নিয়ে দৌলতপুরে আসার পথে প্রতিপক্ষ আ.লীগের বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম শেলি দেওয়ানের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হলে স্থানীয় ক্যাম্পের বিজিবি সদস্য ও দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হলে ফয়জুল মেম্বর ও ফজলুকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র ভর্কি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে উভয় প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে বলে প্রার্থীরা অভিযোগ করেছেন। নৌকা সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আহমেদ জানান, তার লোকজন নিয়ে উপজেলা পরিষদে যাওয়ার পথে ভবনন্দদিয়াড় বাজারে প্রতিপক্ষ শেলি দেওয়ানের ক্যাডাররা হামলা চালায়। এ সময় তারা বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতংক সৃষ্টি করে। হামলায় তার ২ জন কর্মী আহত হয়েছে। দৌলতপুর থানার ওসি শহিদুল ইসলাম শাহীন জনান, দুই চেয়ারম্যান প্রার্থীর লোকজনের মধ্যে সংঘর্ষ বাধলে পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণ করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন