মোরেলগঞ্জ (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা
বাগেরহাটের মোরেলগঞ্জে নিহত ৫ম শ্রেণির ছাত্রী শিশু জান্নাতী আক্তার (১১)-এর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন। গতকাল বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত এসব কর্মসূচির নেতৃত্ব দেন জান্নাতীর সহপাঠি মানিক মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা। কর্মসূচিতে অংশ নেয় মানিক মিয়া দাখিল মাদ্রাসা, রওশনআরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বারইখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ পার্শ্ববর্তী সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকার শতশত নারী পুরুষ। সভায় শিশুরা বক্তৃতা করতে না পারায় তাদের অভিব্যাক্তি প্রকাশ করে চোখের পানি ছেড়ে ও রাস্তায় শুয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান ছুটে আসেন ওই প্রতিবাদ সভায়। তিনি শোকাহত শিশুদেরকে শান্তনা দেন এবং জান্নাতীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য পয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
মন্তব্য করুন