ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : ফুলবাড়ীতে ভুলেভরা জাতীয় পরিচয়পত্র। অধিকাংশ পরিচয়পত্রে জন্ম তারিখ ও নামের বানানে ভুল থাকায় বিপাকে পড়েছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এ জন্য পরিচয়পত্রের ভুল সংশোধন করতে প্রতিদিন শত শত মানুষ ভিড় জমাচ্ছে নির্বাচন অফিসে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে দেখা যায়, পরিচয়পত্রে জন্ম তারিখে ভুল থাকায় সংশোধন করতে এসেছে বিজিবি সদস্য আইয়ুব আলী, বারকোনা স্টেশন পাড়া গ্রামের বাচ্চু রহমান। বাচ্চু রহমান জানায়, পরিচয়পত্রে তার নামের ইংরেজি বানান ভুল ও তার পিতার নাম সমর উদ্দিন, কিন্তু পরিচয়পত্রে লেখা হয়েছে সসর উদ্দিন। একই কথা বলেন পূর্ব-কাটাবাড়ী গ্রামের সবিতা ব্যানার্জি। তার নাম সবিতা ব্যানার্জি হলেও পরিচয়পত্রে লেখা হয়েছে সবিতা চক্রবর্তী, সংশোধন করতে এসেছেন রাজারামপুর গ্রামের তোতা মিয়াসহ শতাধিক ভুক্তভোগী। ভুক্তভোগীরা জানায়, চাকরিজীবী ও চাকরি প্রত্যাশীদের জাতীয় পরিচয়পত্রের নাম ও জন্ম তারিখ ব্যবহার করে চাকরির ডাটাবেস তৈরি ও আবেদন করতে হচ্ছে। এছাড়া বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিরাও একই বিপাকে পড়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব বলেন, ২০০৮ সালে ভোটারদের কাছে সঠিকভাবে তথ্য সংগ্রহ না করেই মনগড়া তথ্য দিয়ে তথ্য ফরম পূরণ করেছে। আবার কোন কোন তথ্য সংগ্রহকারী সঠিকভাবে তথ্যদাতার নাম-ঠিকানা লিখতে ভুল করেছে।
চোরাকারবারি আটক
ফুলবাড়ী উপজেলার মাদকদ্রব্য ও চোরাকারবারির হোতা মুক্তারপুর গ্রামের মৃত মহসিন সরকারের ছেলে জাকারিয়াকে আটক হয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ী থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে ৩৯৪ ধারায় সামাজিক দস্যুতার অভিযোগে মামলা করেছে পুলিশ। ফুলবাড়ী থানার ওসি তদন্ত আব্দুর রহমান জানায়, আটককৃত জাকারিয়া দীর্ঘদিন থেকে চোরাকারবারি ও মাদক ব্যবসা করে আসছে এবং তার নামে একাধিক সামাজিক দস্যুতার অভিযোগ আছে। উল্লেখ্য, জাকারিয়া এলাকায় পুলিশের লাইনম্যান বলে পরিচিত এবং ইতিপূর্বে কয়েকজন ওসির সাথে ছিল তার সখ্যতা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন