শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

টাঙ্গাইলে বিএনপির ওষুধ বিতরণ

| প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইলের ভূঞাপুরে বন্যাদুর্গতদের মাঝে বন্যা পরবর্তী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ বিতরণ করা হয়েছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গত শুক্রবার দিনব্যাপী উপজেলার নিকরাইল ইউনিয়নের মাটিকাটা কোনাবাড়ী দাখিল মাদ্রাসা মাঠে এ সেবা প্রদান করা হয়। বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচির উদ্ভোধন করেন বিএনপি ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ডাঃ ফরহাদ আলীম, যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন সম্পাদক এডঃ গৌতম চক্রবর্তী, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কষিবিদ সামসুল আলম তোফা, সাধারণ সম্পাদক এডঃ ফরহাদ ইকবালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলার প্রায় দুই হাজার বন্যাদুর্গতদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন