বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সাতক্ষীরায় এক মাসে ১৯ জনের অস্বাভাবিক মৃত্যু

| প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরায় গত সেপ্টেম্বর মাসে ১৯ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আটজন। পানিতে ডুবে মারা গেছে চার শিশুসহ পাঁচজন। বজ্রপাতে নিহত হয়েছেন দু’জন। বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন একজন। আত্মহত্যা করেছেন দু’জন। আর সদর থানা পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে এক মাদ্রাসা সুপারের। এছাড়া, গত এক মাসে জেলায় ৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি গণধর্ষণের ঘটনা রয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা এসব তথ্য জানা গেছে। জেলায় এ মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ৭টি। এরমধ্যে কালিগঞ্জ উপজেলায় চারটি ধর্ষণ ও একটি ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। তালা উপজেলার পাটকেলঘাটা থানা এলাকায় ধর্ষিত হয়েছে এক প্রতিবন্ধী। সদর উপজেলায় ধর্ষণের ঘটনা ঘটে দুটি। এর মধ্যে ছয়ঘরিয়ায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে আটক করা হয় পাঁচজনকে। ধর্ষণের চেষ্টা করায় কালিগঞ্জের কৃষ্ণনগরে এক যুবকের লিঙ্গ কর্তনের ঘটনাও ঘটেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন