শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

স্বেচ্ছায় সুতিজাল পোড়ালেন মালিকেরা

| প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : চলনবিলের সিংড়ায় সুতিজালের বিরুদ্ধে ব্যাপক অভিযান ও গ্রেফতারের পর উপজেলা প্রশাসনের কাছে স্বেচ্ছায় ৮লক্ষাধিক টাকার ৪টি সুতিজাল হস্তান্তর করেছে কলম ইউনিয়নের সুতি মালিকরা।
গত শনিবার দুপুরে কলম ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনুর নেতৃত্বে এই জালগুলো হস্তান্তর করা হয়। এসময় কলম ইউপি চেয়ারম্যান তার ইউনিয়নকে সুতিজাল মুক্ত বলে দাবি করেন। পরে জালগুলো কোর্ট মাঠে পুড়িয়ে দেয়া হয়। চলনবিলের মৎস্য সম্পদ রক্ষায় গত ১মাসে চলনবিলে ২৭টি মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের সুতি ও বাদাই জাল পুড়িয়ে দেয়া হয়। অভিযানে মৎস্য সংরক্ষণ আইনে সুঁতিজাল মালিকদের বিরুদ্ধে ১৩টি মামলাও দায়ের করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা ওমর আলী, কলম ইউপি চেয়ারম্যান মইনুল হক চুনু প্রমূখ। সিংড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদ জানান, উপজেলা প্রশাসনের লাগাতার অভিযান ও এলাকায় জনমত গড়ে ওঠায় সুতি মালিকদের মধ্যে এই পরিবর্তন। তবে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন