শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ঈশ্বরগঞ্জে দোকানে দুর্বৃত্তের আগুন : ৩ লাখ টাকা ক্ষতি

| প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাত : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পরিকল্পিতভাবে বাজারের একটি দোকানে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। গত রোববার রাতে পৌর বাজারের সিলভার মহালে মর্জিনা স্টোর নামের ওই দোকানের পেছনের দিক দিয়ে ভেতরে আগুন লাগিয়ে দেয়া হয়। আগুন লাগানোর আগে দোকান মালিকের বাসার দরজা লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
পৌর এলাকার সিলভার মহালে মঞ্জুরুল হকের ক্রোকারিজ দোকানে রোববার রাত দুইটার দিকে দুর্বৃত্তরা আগুন দেয়। দোকানটির পেছনেই নিজস্ব বাসায় পরিবার নিয়ে বসবাস করেন মঞ্জুরুল হক। বাসার পেছন দিক দিয়ে দুর্বৃত্তরা প্রবেশ করে বাসার দরজা বাইরে থেকে লাগিয়ে দিয়ে পেট্রোল ঢেলে দোকানের ভেতরে আগুন দেয়া হয়। অগ্নিকাÐের খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুণ নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানের প্রায় তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে। বাসার দরজা লাগিয়ে দোকানে আগুন দেয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দোকানটিতে গত বছরের ৯ সেপ্টেম্বর আগুন দেয় দুর্বৃত্তরা। ওই সময় থানায় সাধারণ ডায়েরি করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে। এদিকে পরিকল্পিতভাবে দোকানটিতে আগুন দেয়ার ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। খবর পেয়ে গতকাল সকালে ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবদুস ছাত্তার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, আগুন নেভানো না গেলে পুরু বাজার ধ্বংস হয়ে যেতো। পরিকল্পিতভাবে যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। ঈশ্বরগঞ্জ থানার এসআই নাজমুল আমীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন