শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রাউজানে হাতেনাতে আটক গাড়িচোরকে পুলিশে দিলো জনতা

| প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রাম রাউজানে সিএনজি আটোরিকশা চুরিকালে এক চোরকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গতকাল পাহাড়তলি ইউনিয়নের চৌমুহনীর জব্বর মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে গাড়িচোরকে আটক করে গাড়িসহ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ফাঁড়িতে নিয়ে যায়। আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ শামীম (৩০) উপজেলার পাহাড়তলি ইউনিয়নের খানপাড়া গ্রামের নূরমিয়া সওদাগরের বাড়ির মরহুম শফির পুত্র।
অটোরিকশাচালক জাগের হোসেন জানান, তিনি জব্বার মার্কেটের সামনে গাড়ি রেখে মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত কৃষি ব্যাংকে তার বাবাসহ টাকা জমা দিতে যান। ব্যাংকে অবস্থানকালে জানালা দিয়ে দেখেন চোর তার গাড়ির বক্স খোলে কাগজপত্র কোমরে গুছিয়ে নেয় এবং গাড়ির তার ছিড়ে স্টার্ট দেয়ার চেষ্টা করছে। তখন দ্রæত নিচে নেমে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করি। পরে পুলিশ এসে গাড়িসহ তাকে নিয়ে যায়। অটোরিকশার মালিক উপজেলার কদলপুর ৯ নম্বর ওয়ার্ডের মো. শাহেদ। তিনি জানান, গাড়ি চুরির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। চুয়েট ফাঁড়ির ইনচার্জ খায়রুল আলম মজলিস জানান, আমরা ঘটনাস্থল থেকে গাড়িচোর শামীমকে আটক করি। সে গত চারদিন আগে একটি চোরের মামলায় তিন মাসের কারাবাস করে এসেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন