শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

শিবগঞ্জে ছাত্রদল নেতা হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে

| প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রুবেল হত্যা মামলায় বিএনপির পাঁচ নেতাকে কারাগারে পাঠিয়ে আদালত। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের জন্য আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরা হলেন- জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আশরাফ আলী, উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক আলহাজ আশরাফুল আলম রশিদ, পৌর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি আলী আহম্মেদ বাবু ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল হক হায়দারী। এর আগে বেলা ১১টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতে বিএনপির পাঁচ নেতা জামিনের জন্য আত্মসমর্পণ করলে রুবেল হত্যায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। প্রসঙ্গত, ২০১৩ সালের ৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের দ্বিমূখী সংঘর্ষে পুখুরিয়া নামক এলাকায় ছাত্রদল নেতা রুবেল আলী নিহত। ওই ঘটনায় পরদিন পুলিশ বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন