সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে কয়েকদিনের অব্যাহত শীত, ঠা-া বাতাসে কাহিল হয়ে পড়েছে মানুষ। সরকারি- বেসরকারিভাবে এখনও সেভাবে শীতার্তদের পাশে কেউ দাঁড়ায়নি। ফলে কষ্টে আছেন শীতার্ত লোকজন। এ অবস্থায় স্কুলের শিক্ষার্থীরা টিফিনের টাকা বাঁচিয়ে শীতবস্ত্র কিনে দুস্থদের মাঝে বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। শহরের সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের আগামী বছরের এসএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা গতকাল শুক্রবার সকাল ১০টায় প্রতিষ্ঠানের হলরুমে ১৮ জন গরিব ও দুস্থ পরিবারকে ১টি কম্বল বিতরণ করেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ওমর আলী বিকি, সিরাজ, বাঁধন, মিলন, স্বাদ, মিমি, বৃষ্টি, আশিক, বিশাল, জুনায়েদসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন