বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কাপ্তাইয়ে সরিষার তেল বিক্রির হিড়িক

| প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা : কাপ্তাইসহ বিভিন্ন পাড়া-মহল্লা, গ্রাম ও সড়কের পাশে ভ্রাম্যমাণ খাঁটি সরিষার তৈল মেশিনে ভেঙে বিক্রয় করার হিড়িক। সর্বস্তরের লোকজন এ তৈল ভাঙা দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন। গতকাল বেলা ১১টায় কাপ্তাই নতুন বাজারের সড়কের পাশে একটি গাড়ির উপর মেশিন দিয়ে সরিয়া ভাঙতে দেখা যায়। বাজারের লোকজন ওই মেশিন দেখার জন্য পাশে ভিড় করতে থাকে। এ মেশিন দিয়ে সরাসরি তৈল বের হচ্ছে। লোকজন সরাসরি সরিষার তৈল ভাঙা দেখে তা ক্রয় করে নিচ্ছেন। বাবুল নামে একজন ক্রেতার নিকট জানতে চাইলে তিনি বলেন, বাজার থেকে কি না কি তৈল ক্রয় করে নিচ্ছি কোনো বিশ্বাস নেই। তাই নিজ চোখে সরিষার তৈল ভাঙা দেখে বিশ্বাস জন্মালো তাই এক কে.জি ২০০ টাকা করে ক্রয় করে নিচ্ছি। ভ্রাম্যমাণ বিক্রেতা শামসুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি চট্টগ্রাম থেকে এসেছি। এ কাজে আজ ছয়মাস ধরে সরিষা তৈল ভেঙে জনগণের মধ্যে খাঁটি সরিষার তৈল সরবরাহ করছি। এর মধ্যে কোনো ধরনের কোনো কেমিক্যাল নেই। আমার কোনো কোম্পানিও নেই। সবাই এ তৈল ভাঙা দেখে বিশ্বাস জন্মাছে, তাই ক্রয় করে নিচ্ছে। আমরা বিভিন্ন শহর-গ্রাম, পাড়া-মহল্লাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করছি। চাহিদা পাচ্ছি অনেকই। তবে এ প্রথম কাপ্তাই উপজেলায় শহর হতে বিক্রয় করতে আসছি বলে উল্লেখ করেন। তিনি আরো উল্লেখ করেন, ভালো জিনিসের মূল্য একটু বেশি, তাই জনগণ ক্রয় করে নিচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন