শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে ধস

| প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায়ে ধস নামতে শুরু করেছে। রাজস্ব বোর্ডের বেঁধে দেয়া লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে সোনামসজিদ কাস্টমস। সোনামসজিদ কাস্টমস সূত্র জানায়, চলতি জুলাই মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ২৮ কোটি ৮০ লাখ সাত হাজার টাকা, এর বিপরীতে আয় হয়েছে ২৭ কোটি ২৯ লাখ ৫৬ হাজার টাকা। আগস্ট মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৪ কোটি ১১ লাখ টাকা, বিপরীতে আয় হয়েছে ৩১ কোটি ২৯ লাখ ৯৫ হাজার টাকা ও সেপ্টেম্বর মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৫ কোটি ৩১ লাখ ৯১ হাজার টাকা এর বিপরীতে আয় হয়েছে ২৫ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকা। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম তিন মাসে জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা ছিল ৯৭ কোটি ৪১ লাখ আট হাজার টাকা, কিন্তু লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আয় হয়েছে ৮৪ কোটি ৩৮ লাখ ৩১ হাজার টাকা। অর্থবছরের শুরুতেই সোনামসজিদ কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ১৩ কোটি দুই লাখ ৭৭ হাজার টাকা রাজস্ব আয় কম হয়েছে। সে হিসাবে তিন মাসে রাজস্ব আয়ে বড় ধরনের ধস নেমেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন