শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ময়লা-আবর্জনার দুর্গন্ধে শিশু শিক্ষার্থীরা অতিষ্ঠ

| প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

পাবনা থেকে মুরশাদ সুবহানী : পাবনা পৌরএলাকায় জেলাস্কুলের পেছনের শহীদ গামা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের সামনে ময়লা-আবর্জনার স্ত‚প। পাবনা পৌরসভার নিকটবর্তী এই স্কুলে কোমলমতি ছাত্রছাত্রীরা এই আবর্জনা ডিঙিয়ে স্কুলে প্রবেশ করে। শ্রেণিকক্ষে বসে তারা ক্লাস করার সময় কক্ষের জানালা খুললেই বাতাসে ময়লা-আবর্জনার দুর্গন্ধ প্রবেশ করে। দুর্গন্ধে শিক্ষার্থীদের ক্লাস করতে হয়। কেউ কেউ নাকে রুমাল চেপে কোনোমতে ক্লাস করে। অভিযোগ উঠেছে, অস্বাস্থ্যকর এই পরিবেশে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে।
স্কুলকর্তৃপক্ষ, জেলা শিক্ষা অফিস ও জেলার প্রশাসনিক কর্মকর্তাগণ এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নিয়েছেন বলে জানা যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন