শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

গোপালপুরে ৭ দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

গোপালপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

অষ্টম জাতীয় বেতনস্কেল অনুযায়ী প্রধান শিক্ষকদের ১০গ্রেড বেতন নির্ধারণসহ ৭দফা দাবিতে সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখার আয়োজনে গত বুধবার দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্ত¡রে মানববন্ধন কর্মসূচী শেষে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে সংগঠনের উপজেলা শাখার সভাপতি আলহাজ আবদুল আজিজ, সিনিয়র সহ-সভাপতি মো. আবদুস ছাত্তার, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, যুগ্ম সম্পাদক সুখলাল দাস, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, শিক্ষক নেতা মো. দেলোয়ার হোসেন, আবদুল করিম, সাইম আল মামুন, আমিনুল ইসলাম, গৌর চন্দ্র দাস, জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তারা দাবী বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন